আমাদের পরবর্তী সংখ্যায় লেখা পাঠাতে চাইলে আমাদের ফেসবুক পেজ এ ইনবক্স করুন অথবা ইমেইল করুন Ghuri2014@hotmail.com এই ঠিকানায়।

শুক্রবার, ৩ অক্টোবর, ২০১৪

জ্ঞানের দীপ - সূত্রঃ ইন্টারনেট (১ম সংখ্যা)

  • ক্যানারী দ্বীপের লবেন নামক বৃক্ষ কেঁদে থাকে।
  • আফ্রিকার হেমো পাখি শূন্যে ডিম পাড়ে এবং মাটিতে পড়ার পূর্বেই ছানা ফুটে ও সাথে  সাথে উড়ে যায়।
  •  হাওয়াই দ্বীপে রাতে রংধনু দেখা যায়।
  •  ক্রিকেট খেলা আবিষ্কার করেন ইষ্ট ইন্ডিয়া কোম্পানির নাবিকরা।
  •  পেঙ্গুইন এমন এক পাখি যা সাঁতার কাটতে পারে কিন্তু উড়তে পারে না। মজার কথা হচ্ছে স্ত্রী পেঙ্গুইনের বদলে পুরুষ পেঙ্গুইনই চামড়ার ভাজে ডিম রেখে তা দেয়।
  •  পুরুষ ঘোড়ার দাঁতের সংখ্যা ৪ টি আর মেয়ে ঘোড়ার দাঁতের সংখ্যা ৩৭ টি।
  • আমাদের চোখের পেশীগুলো দিনে অন্তত ১ লাখ বার নড়াচড়া করে।
  • ঝিনুক প্রথম পুরুষ হয়ে জন্মায় পরে মেয়েতে পরিণত হয়। এভাবে জীবনের ১ম দিন হতে আরম্ভ করে শেষ দিন পর্যন্ত পরিবর্তন হয়ে থাকে।
  •  মিনাডি শাপার নামক ঝরনার পানি রক্তের মত লাল এবং রেখে দিলে রক্তের মত জমাট বেঁধে যায়।
  • একটি গাড়ী ২৫০০০ কিঃমিঃ চলে যে দূষণ সৃষ্টি করে একটি পরিণত গাছ তার সবটাই শুষে নেয়।
  • উড়তে পারে এমন পাখিদের মধ্যে কোরি ব্যাস্টার্ড সবচেয়ে ভারি পাখি। এদের ওজন প্রায় ৫ বছরের মানব শিশুর ওজনের সমান।
  • তিব্বতের হানি নামক স্থানের বৌদ্ধমন্দির ভূপৃষ্ঠ হতে ১৮০০০ ফুট উপরে অবস্থিত। এখানে লামরা বাস করে।পৃথিবীর এত উপরে আর কোন দেশের লোক বাস করেনা।
  •  সবচেয়ে কম লোকের রক্তের গ্রুপ হল বোম্বে ব্লাডের সাবটাইপ এইচ-এইচ। এখন পর্যন্ত এই গ্রুপের রক্তের লোক মাত্র তিনজন পাওয়া গেছে। একজন চেক ও বাকী দুইজন আমেরিকান।