ঘুড়ি – একটি অনলাইন সাহিত্য পত্রিকা
আগামী
২৬শে মার্চ স্বাধীনতা দিবস ও "ঘুড়ি-একটি
অনলাইন সাহিত্য পত্রিকা" এর বর্ষপূর্তি উপলক্ষে প্রকাশিত হতে যাচ্ছে "ঘুড়ি-একটি অনলাইন সাহিত্য
পত্রিকা" এর “মুক্তিযুদ্ধ
সংখ্যা”
সেই সাথে আয়োজিত হতে যাচ্ছে “গল্প ও কবিতা প্রতিযোগীতা”
সেরা তিনটি গল্প এবং দুইটি কবিতা প্রকাশিত হবে "ঘুড়ি-একটি অনলাইন সাহিত্য পত্রিকা" এর মুক্তিযুদ্ধ সংখ্যায়
সেরা দুইটি গল্প এবং একটি কবিতার জন্য রয়েছে আকর্ষনীয় পুরষ্কার(বই)
নিয়মাবলী:
১.লেখা পাঠাবেন মুক্তিযুদ্ধ ও অন্য যেকোন ধরনের। ১টি মুক্তিযুদ্ধ ও ১ টি অন্যান্য লেখা বাছাই করা হবে।
সেই সাথে আয়োজিত হতে যাচ্ছে “গল্প ও কবিতা প্রতিযোগীতা”
সেরা তিনটি গল্প এবং দুইটি কবিতা প্রকাশিত হবে "ঘুড়ি-একটি অনলাইন সাহিত্য পত্রিকা" এর মুক্তিযুদ্ধ সংখ্যায়
সেরা দুইটি গল্প এবং একটি কবিতার জন্য রয়েছে আকর্ষনীয় পুরষ্কার(বই)
নিয়মাবলী:
১.লেখা পাঠাবেন মুক্তিযুদ্ধ ও অন্য যেকোন ধরনের। ১টি মুক্তিযুদ্ধ ও ১ টি অন্যান্য লেখা বাছাই করা হবে।
২.লেখার একবারে উপরে “গল্প ও কবিতা প্রতিযোগিতা-১” লিখে তারপর লেখা শুরু
করবেন।
৩.লেখা অবশ্যই বাংলা ফন্টে দিতে হবে
৪.একজন একাধিক লেখা দিতে পারবে না
৩.লেখা অবশ্যই বাংলা ফন্টে দিতে হবে
৪.একজন একাধিক লেখা দিতে পারবে না
৫.আগে কোথাও ছাপা হলে / নকল কপি-পেস্ট লেখা গ্রহন যোগ্য নয়।
৬.লেখা অবশ্যই নিজের/মৌলিক হতে হবে।
৭.লেখা দিতে হবে পেজের ইনবক্সে (www.facebook.com/Ghuri2014) অথবা ই-মেইলে(Ghuri2014@hotmail.com)
৬.লেখা অবশ্যই নিজের/মৌলিক হতে হবে।
৭.লেখা দিতে হবে পেজের ইনবক্সে (www.facebook.com/Ghuri2014) অথবা ই-মেইলে(Ghuri2014@hotmail.com)
৮.লেখা
জমা দেওয়ার সর্বশেষ তারিখ ২০শে ফেব্রুয়ারী
৯.১লা ফেব্রুয়ারী থেকে “গল্প ও কবিতা” নির্দিষ্ট সময় অন্তর অন্তর ক্রমানুসারে “ঘুড়ি – একটি অনলাইন সাহিত্য পত্রিকা” এর পেজ এ পোস্ট করা হবে
৯.১লা ফেব্রুয়ারী থেকে “গল্প ও কবিতা” নির্দিষ্ট সময় অন্তর অন্তর ক্রমানুসারে “ঘুড়ি – একটি অনলাইন সাহিত্য পত্রিকা” এর পেজ এ পোস্ট করা হবে
নম্বর
দেয়ার নিয়মঃ
১.পাঠকরা এবং নির্বাচক প্যানেল প্রতিটি লেখাকে ১০ এর মধ্যে নম্বর দিবে
১.পাঠকরা এবং নির্বাচক প্যানেল প্রতিটি লেখাকে ১০ এর মধ্যে নম্বর দিবে
২.পাঠকরা পোস্টের কমেন্টে
তাদের নম্বর দিবে।
৩.একজন প্রতিযোগী অন্য প্রতিযোগীর লেখায় নম্বর দিতে পারবে। একজন একাধিক আইডি
দিয়ে একই পোস্তে নম্বর দিলে তাকে ব্যান করা হবে।
৪.পোস্টে
কোন অপ্রাসংগিক কমেন্ট করা যাবে না।
৫.কমেন্টে কাউকে মেনশন করা যাবে না।
৬.পাঠকদের মার্ক গ্রহণ করা হবে ৫ই মার্চ পর্যন্ত
৬.পাঠকদের মার্ক গ্রহণ করা হবে ৫ই মার্চ পর্যন্ত
ফলাফল বের করার নিয়ম-
১.পাঠকদের দেয়া মার্কের গড় এবং নির্বাচকদের দেয়া মার্কের গড় যোগ করে ফলাফল নির্ণয় করা হবে
২.সর্বোচ্চ নম্বর প্রাপ্ত লেখা গুলো পর্যায়ক্রমে বিজয়ী নির্বাচিত হবে।
পেইজের লিংক: www.facebook.com/Ghuri2014
ই-মেইল: Ghuri2014@hotmail.com
গ্রুপ লিংক: https://www.facebook.com/groups/Ghuri2014
প্রতিযোগীদের লেখা ছাড়াও থাকছে ঘুড়ির নিয়মিত লেখকদের লেখা এবং আরো থাকছে বিশেষ আকর্ষণ
তো আর দেরী কেন,এখনি কাগজ কলম নিয়ে বসে যান এবং আপনার মূল্যবান লেখাটি পাঠিয়ে দিন আমাদের কাছে
১.পাঠকদের দেয়া মার্কের গড় এবং নির্বাচকদের দেয়া মার্কের গড় যোগ করে ফলাফল নির্ণয় করা হবে
২.সর্বোচ্চ নম্বর প্রাপ্ত লেখা গুলো পর্যায়ক্রমে বিজয়ী নির্বাচিত হবে।
পেইজের লিংক: www.facebook.com/Ghuri2014
ই-মেইল: Ghuri2014@hotmail.com
গ্রুপ লিংক: https://www.facebook.com/groups/Ghuri2014
প্রতিযোগীদের লেখা ছাড়াও থাকছে ঘুড়ির নিয়মিত লেখকদের লেখা এবং আরো থাকছে বিশেষ আকর্ষণ
তো আর দেরী কেন,এখনি কাগজ কলম নিয়ে বসে যান এবং আপনার মূল্যবান লেখাটি পাঠিয়ে দিন আমাদের কাছে