চলছে ভেলা আপন
পথে
শূন্য নদীর
বুকে
গান গাইছে
একলা মাঝি
একলা বসে থেকে,
গাইছে গান আপন
সুখে
বাইছে বৈঠা
আপন মনে
শূন্য নদীর
বুকে,
চাইছে
ভঁরা-চোখে
দেখিতেছে
কাশফুলকে,
খেলিতেছিল সেই
নদীর তীরে
আসিতেছে তার
সেই শৈশব ফিরে
শূন্য নদীর বুকে।
আসিতেছে তার
সেই পুলকের কথা
বসেছিল সেই
সোমবারের হাঁটটি
হেঁটেছিল
বাবার হাত ধরে
পূর্ণভরা নদীর পথ দিয়ে
আজ, সে শূন্য নদীর বুকে।
আসিতেছে মনে বন্ধুত্বের কথা
হয়েছিল সেই যাত্রা-পালাটি
দেখিতেছিল মিত্রের অভিনয়টি
নিয়েছিল মন মাঝির রূপটি
আজ, সে শূন্য নদীর বুকে !