আমাদের পরবর্তী সংখ্যায় লেখা পাঠাতে চাইলে আমাদের ফেসবুক পেজ এ ইনবক্স করুন অথবা ইমেইল করুন Ghuri2014@hotmail.com এই ঠিকানায়।

মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৪

আমাদের শিক্ষা ব্যবস্থা - নাসিমা আক্তার (১ম সংখ্যা)

যতই দিন যাচ্ছে, আমাদের শিক্ষা ব্যবস্থা ততই হাস্যকর হচ্ছে। পরীক্ষা শুরু না হতেই প্রশ্ন ফাঁস হয়ে যাচ্ছে। মাছের মতই বাজারে প্রশ্ন কেনাবেচা হচ্ছে। আমাদের ছেলেমেয়েরা দিনের পর দিন কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেকে পরীক্ষার জন্য তৈরি করে। অথচ পরীক্ষা শুরু না হতেই তাদের বন্ধুরা হাতে প্রশ্ন পেয়ে যাচ্ছে। তাদের এই পরিশ্রম এক নিমিষেই পানি হয়ে যাচ্ছে। এ যেন এক যাদুর নগর! যখন যে পরীক্ষা, আলাদীনের দৈত্য তখনি আপনাকে সেই প্রশ্ন দিয়ে যাবে। তথ্য প্রযুক্তির এই যুগে এটা যে এখন হাতের মোয়া সেটা আর বলতে হবে না। যারা সারাবছর পড়েছে, তারাও জিপিএ ফাইভ। আবার যারা শেষ এক মাস পড়েছে তারাও জিপিএ ফাইভ! দেশ জুড়ে শুধু জিপিএ ফাইভের মেলা। অথচ আজ যে A+ পেয়েছে তাকে যদি জিজ্ঞেস করি "ভারতের বর্তমান প্রধানমন্ত্রী কে? " সে এই প্রশ্নের উত্তর দিতেও গুগল সার্চ করবে! অনেক সময় দেখি পরীক্ষা দিয়ে এসে পরীক্ষার্থী মন খারাপ করে বসে আছে। তার মন খারাপের কারণ জানতে চাইলে সে বলবে "পরীক্ষায় সৃজনশীল প্রশ্ন কমন পড়ে নাই! " এই কথা শুনলে হাসি পায়। যেখানে পরীক্ষা পদ্ধতি সৃজনশীল, সেখানে একজন শিক্ষার্থী কীভাবে আশা করে তার প্রশ্ন কমন আসবে? অদ্ভুত!
না, এখানে বাচ্চাদের কোনো দোষ নেই। বছরের প্রথম দিকে প্রতি টা স্কুলের বুক-লিস্ট এ একটা বা দুইটা গাইডের নাম থাকবেই। বইয়ের সাথে গাইড কেনা প্রত্যেকটি শ্রেণীর ছাত্র - ছাত্রীদের জন্য স্কুল থেকে বাধ্যতামূলক করে দেয়। স্যারেরা নানা ভাবে ছেলেমেয়েদের উপর চাপ দিয়ে তাদের কাছে প্রাইভেট পড়তে বাধ্য করে। নানা ধরণের অনিয়ম আর দুর্নীতি তে ভরে গেছে আমাদের শিক্ষা অঙ্গন। এসব অনিয়মের কারণে আমাদের শিক্ষাসমাজ মুখ থুবড়ে পড়েছে। কমে যাচ্ছে শিক্ষার মান। যদিও পাশের হার বাড়ছে। এটা কখনই ছাত্রদের জন্য সুখকর নয়। এই পরিস্থিতিতে পাশ করা ছাত্রের সংখ্যা বাড়ছে আর কিছুই উপকার হচ্ছেনা। প্রকৃত শিক্ষা এদের কাছে অধরাই থেকে যাবে। তাই এহেন অবস্থা পরিবর্তনের জন্য সরকার ও দেশের আপামর জনগণকে এগিয়ে আসার আহবান জানাই। কারণ ঘর ভেঙে যাবে বলে আমরা ঘরে বসে থাকিনা ; ঘর মেরামত করার চেষ্টা করি। তাই শিক্ষা ব্যবস্থা নষ্ট হয়ে যাওয়ার আগেই তাকে মেরামত করতে হবে। আর এই দায়িত্ব শুধু আমাদেরই!!