তোর
জন্যে কয়েকটা চরণ
তুই কাব্য করে নিস ।
পারলে সে কাব্যের একটা কোণে
আমাকেও রাখিস।
তোর আকাশে এক টুকরো মেঘ
তুই বৃষ্টি করে নিস।
সেই বৃষ্টি থেকে এক পশলা
আমাকেও দিস।
তোর চোখেতে ছোট্ট একটু ঘুম
তুই স্বপ্ন দেখিস।
সেই স্বপ্নের রংধনু রঙে
আমাকেই আঁকিস।
তোর ভুবনে বৈশাখী ঝড়
তুই কষ্টগুলো উড়াস।
কষ্ট নীলের বিবর্ণতায়
আমাকেই জড়াস।
তোর জন্যে আর কি দিব বল?
নেবার জন্যে বসে আছি
তোর দুঃখ ঢল
বিনিময়ে নিস, আমার স্বপ্ন দল।
তুই কাব্য করে নিস ।
পারলে সে কাব্যের একটা কোণে
আমাকেও রাখিস।
তোর আকাশে এক টুকরো মেঘ
তুই বৃষ্টি করে নিস।
সেই বৃষ্টি থেকে এক পশলা
আমাকেও দিস।
তোর চোখেতে ছোট্ট একটু ঘুম
তুই স্বপ্ন দেখিস।
সেই স্বপ্নের রংধনু রঙে
আমাকেই আঁকিস।
তোর ভুবনে বৈশাখী ঝড়
তুই কষ্টগুলো উড়াস।
কষ্ট নীলের বিবর্ণতায়
আমাকেই জড়াস।
তোর জন্যে আর কি দিব বল?
নেবার জন্যে বসে আছি
তোর দুঃখ ঢল
বিনিময়ে নিস, আমার স্বপ্ন দল।