চোখের
সামনে কোন পর্দা নেই তবু
সেখানে তোমার অবাধ বিচরণ। ধরা যায় কিনা?? সেটা তো সাধ্যেরও অতীত। অন্য কোনভাবে? হ্যাঁ, চেষ্টা করেছিলাম বটে একসময়, কিন্তু .... আফ্রোদিতির কাছে তোমার পরিচয় জানতে চেয়ে ব্যর্থ হলাম, প্রশ্ন শুনে পর্দার আড়ালে নিরুত্তর রইল সে। আশাভঙ্গের শোকে তখন আমি মুহ্যমান, উপাসনালয়ে কেউ ছিলনা তাই
পরিচয়
রইল গোপন।
ভিঞ্চিকে বর্ণনা করলাম তোমার আদল, কিন্তু সাদা ক্যানভাসে তুলির কোন আঁচড়ই পড়ল না রং শুকিয়ে ততক্ষণে কঠিন। অন্ধকার জগতও ঘেঁটেছি খুব করে, কিন্তু ক্রিস্টাল বলে দেখা গেল কিছু ঘোলাটে মেঘের আনাগোনা। ব্যর্থতার এক নজিরবিহীন ধারাবাহিকতা। |
এবার শেষ চেষ্টা ----- নিজেকে বানালাম প্রেমের দেবতা, ধ্যানের অবচেতন জগতে তোমার অনুপস্থিতি ততক্ষণে আমাকে ব্যর্থতার স্বাদ এনে দিয়েছে। শিল্পীর মন নিয়ে তোমায় আঁকতে গিয়ে ক্যানভাস নিয়ে কিছুক্ষণ যুদ্ধ করে কাটালাম। আর ক্রিস্টাল বলের ভাঙ্গা টুকরায় হাত কেটে হলো একাকার। মনের মাঝে তোমার বসবাসের কাঁটাতারে ঘেরা কুয়াশাচ্ছন্ন অংশে এবার হাত দিলাম। হাতে কিছু বাধল বোধহয়, হ্যাঁ, যা ভেবেছিলাম তাই, শুধু শুন্যতা। |