আমাদের পরবর্তী সংখ্যায় লেখা পাঠাতে চাইলে আমাদের ফেসবুক পেজ এ ইনবক্স করুন অথবা ইমেইল করুন Ghuri2014@hotmail.com এই ঠিকানায়।

ঘুড়ি - একটি অনলাইন সাহিত্য পত্রিকা

সাহিত্যকে স্বাধীন ভাবে বিকশিত করার লক্ষ্যে আমাদের এই অনলাইন সাহিত্য পত্রিকা।

(প্রথম সংখ্যা)ঘুড়ি - একটি অনলাইন সাহিত্য পত্রিকা

সকল অপেক্ষার বাঁধ ভেঙ্গে ২৯শে জুলাই "ঘুড়ি–একটি অনলাইন সাহিত্য পত্রিকা" এর "প্রথম সংখ্যা" প্রকাশ পেয়েছে। ৪টি ছোট গল্প, ২টি প্রবন্ধ, ২টি প্রতিবেদন ও বেশ কিছু কবিতা নিয়ে প্রথম সংখ্যাটি সাজানো হয়েছে। তার মাঝে আছে বেশ কিছু পরিচিত ও অপরিচিত মানুষের লেখা। আশাকরি সবার কাছে লেখা গুলো ভালো লাগবে।

(দ্বিতীয় সংখ্যা)ঘুড়ি - একটি অনলাইন সাহিত্য পত্রিকা

মহান বিজয় দিবসে আমাদের "ঘুড়ি–একটি অনলাইন সাহিত্য পত্রিকা" এর "দ্বিতীয় সংখ্যা" প্রকাশ পেয়েছে। ৪টি ছোট গল্প, ১টি প্রতিবেদন ও বেশ কিছু কবিতা নিয়ে দ্বিতীয় সংখ্যাটি সাজানো হয়েছে। তার মাঝে আছে বেশ কিছু পরিচিত ও অপরিচিত মানুষের লেখা। আশাকরি সবার কাছে লেখা গুলো ভালো লাগবে।

লেখা পাঠানোর ঠিকানা

আমাদের কাছে লেখা পাঠানোর জন্য আমাদের ফেসবুক পেজঃ www.facebook.com/Ghuri2014 এ ইনবক্স করুন অথবা ই-মেইল করুনঃ Ghuri2014@hotmail.com

মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৪

উচ্ছিষ্ট ভাবনা - সিয়ামুল হায়াত সৈকত (১ম সংখ্যা)


কবে আবার দেখবো তোমায়?
আজ যেমন দেখেছি না দেখার মত করে?

দেয়ালে ছবির গায়ে সেঁটে থাকা টিকটিঁকির মত
এক ঝলক তোমার মুখের আভায় তাকিয়েছিলাম,
তাকিয়েই ভোঁ দৌড়।
ভুলেও পরের বার আর দেখিনি
যদি অপবিত্র জল বিন্দু তুমি দেখে নাও..
হয়তো অজান্তে নিজেকে বদলে ফেলেছো,
যেমন অ্যাশট্রেতে স্তূপাকারে রাখবার আগে ধূমায়িত
শহুরের কোন এক রাত !

যাই হোক
আমার অপবিত্র সবি
আমার আমি
আমার পথচলা
আমার তোমায় চাওয়া !
***
মনেহয় এক মহা পাপীর ছন্নছাড়া উচ্ছিষ্ট এ অচল জীবন
কিংবা একগুচ্ছ না চাওয়া ভুলের সমাহার !

শূন্য নদীর বুকে - সামিউল রাতুল (১ম সংখ্যা)


চলছে ভেলা আপন পথে
শূন্য নদীর বুকে
গান গাইছে একলা মাঝি
একলা বসে থেকে,
গাইছে গান আপন সুখে
বাইছে বৈঠা আপন মনে
শূন্য নদীর বুকে,
চাইছে ভঁরা-চোখে
দেখিতেছে কাশফুলকে,
খেলিতেছিল সেই নদীর তীরে
আসিতেছে তার সেই শৈশব ফিরে
শূন্য নদীর বুকে
আসিতেছে তার সেই পুলকের কথা
বসেছিল সেই সোমবারের হাঁটটি
হেঁটেছিল বাবার হাত ধরে
পূর্ণভরা নদীর পথ দিয়ে
আজ, সে শূন্য নদীর বুকে।
আসিতেছে মনে বন্ধুত্বের কথা
হয়েছিল সেই যাত্রা-পালাটি
দেখিতেছিল মিত্রের অভিনয়টি
নিয়েছিল মন মাঝির রূপটি
আজ, সে শূন্য নদীর বুকে !


গ্রেট ডিপ্রেশন - ...... জুলিয়ান (১ম সংখ্যা)




চোখের সামনে কোন পর্দা নেই তবু
সেখানে তোমার অবাধ
বিচরণ

ধরা যায় কিনা??
সেটা তো সাধ্যেরও অতীত।

অন্য কোনভাবে?
হ্যাঁ, চেষ্টা করেছিলাম বটে একসময়,
কিন্তু ....

আফ্রোদিতির কাছে তোমার পরিচয়
জানতে চেয়ে ব্যর্থ হলাম,
প্রশ্ন শুনে পর্দার আড়ালে নিরুত্তর রইল
সে।
আশাভঙ্গের শোকে তখন
আমি মুহ্যমান,
উপাসনালয়ে কেউ ছিলনা তাই
পরিচয় রইল গোপন।

ভিঞ্চিকে
বর্ণনা করলাম তোমার
আদল,
কিন্তু সাদা ক্যানভাসে তুলির কোন
আঁচড়ই পড়ল না
রং শুকিয়ে
ততক্ষণে কঠিন।

অন্ধকার জগতও
ঘেঁটেছি খুব করে,
কিন্তু
ক্রিস্টাল বলে দেখা গেল কিছু
ঘোলাটে মেঘের আনাগোনা।

ব্যর্থতার এক নজিরবিহীন ধারাবাহিকতা।


 এবার শেষ চেষ্টা -----

নিজেকে বানালাম প্রেমের দেবতা,
ধ্যানের অবচেতন জগতে তোমার
অনুপস্থিতি
ততক্ষণে আমাকে ব্যর্থতার
স্বাদ এনে দিয়েছে।

শিল্পীর মন নিয়ে তোমায়
আঁকতে গিয়ে ক্যানভাস
নিয়ে
কিছুক্ষণ যুদ্ধ করে কাটালাম।

আর
ক্রিস্টাল বলের ভাঙ্গা টুকরায় হাত
কেটে হলো একাকার।

মনের মাঝে তোমার বসবাসের
কাঁটাতারে ঘেরা কুয়াশাচ্ছন্ন
অংশে এবার হাত দিলাম।

হাতে কিছু বাধল বোধহয়,
হ্যাঁ, যা ভেবেছিলাম তাই,
শুধু শুন্যতা।

অপেক্ষা ও অপেক্ষা-২ - মোঃ সাব্বির রহমান শুভ (১ম সংখ্যা)


 

অপেক্ষা


দাড়িয়ে আছি
আজও দাড়িয়ে আছি
ঠিক ঐ জায়গাটায়
যেখানে তুমি দাড়িয়ে থাকতে বলেছিলে

রোজ দাড়িয়ে থাকি
সত্যি বলছি রোজ ঠিক এভাবে দাড়িয়ে থাকি!

কোথায় তুমি?
আমি যে আর পারছিনা!
জীবনের আর কয়টা দিন বাকি আছে সেটাওতো জানিনা
কিন্তু আমি জানি তুমি আসবে!
তুমি ঠিক আসবে!!
যত বাধা বিপত্তি আসুক না কেন
আমি জানি তুমি আসবে
কেনোনা ভালবাসার মানুষটিকে ছাড়া কি থাকা যায়!
আমি জানি তুমি আসবে!!


 



অপেক্ষা - ২

অপেক্ষায় আছি বসিয়া আমি,
জানি অপেক্ষাতেই রবো!
অপেক্ষায় থাকিতে থাকিতে,
শুধু তোমাকেই আমি চাবো!

তোমার জন্য দূর দিগন্ত
তোমার জন্যই মেঘ
তোমার জন্য আকাশের তাঁরা
বাতাসের এই বেগ।

দিন রাত্রি চলে গেলো
আকাশ ভরা চাঁদের আলো,
তোমারি জন্য অপেক্ষায় আছি আমি,
জানিনা কবে যে আসিবে তুমি!