আজ যেমন দেখেছি না দেখার মত করে?
দেয়ালে ছবির গায়ে সেঁটে থাকা টিকটিঁকির মত
এক ঝলক তোমার মুখের আভায় তাকিয়েছিলাম,
তাকিয়েই ভোঁ দৌড়।
ভুলেও পরের বার আর দেখিনি
যদি অপবিত্র জল বিন্দু তুমি দেখে নাও..
হয়তো অজান্তে নিজেকে বদলে ফেলেছো,
যেমন অ্যাশট্রেতে স্তূপাকারে রাখবার আগে ধূমায়িত
শহুরের কোন এক রাত !
যাই হোক
আমার অপবিত্র সবি
আমার আমি
আমার পথচলা
আমার তোমায় চাওয়া !
***
মনেহয় এক মহা পাপীর ছন্নছাড়া উচ্ছিষ্ট এ অচল জীবন
কিংবা একগুচ্ছ না চাওয়া ভুলের সমাহার !