আমাদের পরবর্তী সংখ্যায় লেখা পাঠাতে চাইলে আমাদের ফেসবুক পেজ এ ইনবক্স করুন অথবা ইমেইল করুন Ghuri2014@hotmail.com এই ঠিকানায়।

মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০১৪

বাংলাদেশের জন্ম - আলআমিন আহমেদ (২য় সংখ্যা)

এ দেশটির নাম কি
বাংলাদেশ?
হলো কবে থেকে
জানো কি সবাই?
যেদিন ঘোষণা দিয়াছিল
মোহাম্মদ আলী জিন্নাহ
তোদের মুখের ভাষাতো
আমি নিয়া যাব রে কিননা
টাকাতে নয় বুলেট দিয়া
দেব তোদেরি ভরি
সেদিনই প্রথম রুখেছিলো বাঙ্গালী
সেদিনের কথাই স্মরি।
যেদিন রাজপথে হয়েছিলো গুলী
নিয়েছিল পিশাচ বাঙ্গালীর খুলি
সেদিনই প্রথম বাঙ্গালী
উঠিল জাগিয়া দাড়ালো রুখিয়া
পেতেছিলো বুক ভয়ভীতি সব ভুলি
সেদিনের কথাই বলি
বুলেটের সামনে
হয় নিকো তারা ভীত
জীবন দিয়া করেছিল সেদিন তারা
বাংলাকে প্রতিষ্ঠিত।।

তারই বছর বিশেক পরে
পঁচিশে মার্চের ভোরে
নিষ্ঠুর ইয়াহিয়া
ঘোষণা একটা দিয়া

কহিল গুলি-মারো দল ই দল ই
যে করে হোক পৃথিবী হতে
নাম মুছিব বাঙ্গালী
সেইতো হয়েছিল শুরু
হিংস্র হায়েনার চেয়েও
খারাপ ছিলো তারা
রাতের আধারে ঝাঁপায়ে
পরিলো যারা
হাজার হাজার মন্দির ঘরবাড়ি
রাতের আধারে করিল ছার খার ই
ঘুমন্ত মানুষকে হিংস্র হায়েনারা
মারে না যদি তবু ও মারিল তারা
মায়ের কোল হতে নিয়ে ছেলে তার
দেয়ালের গায়ে মারিল আছাড়
নিষ্ঠুর পিশাচ ও তাদের কাছে
মানতে বাধ্য হার
বেয়নেট দিয়ে ছিন্ন ভিন্ন করি
বের করিল যত ছিলো নাড়িভূড়ি
মায়ের সামনে মেয়ে ধর্ষণ করি
মেয়ের সামনে মা
বিংশ শতাব্দীতে ঘটাইলো তাহারা
শ্রেষ্ঠ বর্বরতা
সেদিন ও বাঙ্গালী রুখিয়া দাড়ালো
দেশ হতে সব জানোয়ার তাড়ালো
নয় মাসের এক মুক্তিযুদ্ধে
স্বাধীন করলো দেশ
পৃথিবীর ম্যাপে করলো প্রতিষ্ঠা
প্রিয় বাংলাদেশ।।