তার শার্টের মত শুভ্র শরতের আকাশ ;
ঝলমলে , আলোক দিপ্ততায় ।
তার মত্ততার সীমাহীনতার কাছে হার মানা ওই সূর্য
গগন বিদারী আর্তনাদ করে থেমে থেমে যায় ।
নে আমাকে তার সবুজ মনে
যে সবুজে অপার সবুজ হার মানায় ।
টলমলে নদীর মত , ঘন ঘাসের মত ,
তার অগোছালো চুলে কাশফুলের খেলায় ।
আরো একটি শরতের রচনা হোক
তার মনের মেলায় ।
যেখানে আমার তরুণ মন খেলা করুক ,
ভাসিয়ে কলার ভেলায় ।
শুকনো পাটের ঘ্রাণে
ওগো মোর মনোময় ,
শিউলি, মল্লিকা, মাধবীরা
তোমার আবেগে লুটেছে বস্যতায় ।
আবারও বক ,সারসের মাঝে
আমি খুজি আমায় ।
যদি এতেই তোমার স্পর্শ পায় ,
এতেই নীলিমার স্বাদ , অঙ্কুরিত ঠায় ।
ঝলমলে , আলোক দিপ্ততায় ।
তার মত্ততার সীমাহীনতার কাছে হার মানা ওই সূর্য
গগন বিদারী আর্তনাদ করে থেমে থেমে যায় ।
নে আমাকে তার সবুজ মনে
যে সবুজে অপার সবুজ হার মানায় ।
টলমলে নদীর মত , ঘন ঘাসের মত ,
তার অগোছালো চুলে কাশফুলের খেলায় ।
আরো একটি শরতের রচনা হোক
তার মনের মেলায় ।
যেখানে আমার তরুণ মন খেলা করুক ,
ভাসিয়ে কলার ভেলায় ।
শুকনো পাটের ঘ্রাণে
ওগো মোর মনোময় ,
শিউলি, মল্লিকা, মাধবীরা
তোমার আবেগে লুটেছে বস্যতায় ।
আবারও বক ,সারসের মাঝে
আমি খুজি আমায় ।
যদি এতেই তোমার স্পর্শ পায় ,
এতেই নীলিমার স্বাদ , অঙ্কুরিত ঠায় ।