আমাদের পরবর্তী সংখ্যায় লেখা পাঠাতে চাইলে আমাদের ফেসবুক পেজ এ ইনবক্স করুন অথবা ইমেইল করুন Ghuri2014@hotmail.com এই ঠিকানায়।

মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০১৪

যুবক তুমি ক্ষ্যান্ত যাও ও জল দুঃখ - সিয়ামুল হায়াত সৈকত (২য় সংখ্যা)



যুবক তুমি ক্ষ্যান্ত যাও

দুপুরবেলার রোদ্দুরে রাস্তার দুপাশের ফুলগুলো নেতিয়ে যায়
ভ্যাপসা গরম রোদচশমা ভেদ করে সোজা যুবকের চোখের মনিকোঠরে
ঠাই পায়না সস্তায় কেনা টি-শার্টের নরম স্পর্শমধুস্পর্শ

চুপিচুপি ঘ্রাণের খোঁজে চিমটি কেটে আরেকবার টি-শার্টে নাক ছুঁইয়ে দেওয়া
উহুঁ ! অসহ্য

বেশ এভাবেই যুবকের দিনকাটে
প্রতিদিন সস্তায় কেনা টি-শার্টে পারফিউমের বন্যা বইয়ে দিয়ে সূর্য্যটাকে প্রদক্ষিণ,প্যান্টের পকেটে ঘামে ভেজা সতেরটি টাকা আর একটি ফুলের খোঁজেরাস্তার ফুল নয়, জ্যান্ত ফুল





জল দুঃখ 



নদীতে সাতাঁর দেয় নদীর জল -
ঢেউতোলা পথে অস্বচ্ছতার থুতনি ছুঁয়ে হাতছাড়া হই, আরেকটি হাতের সন্ধানে !

বিভ্রান্তির দ্বোরগোড়ায় দাড়িয়েও ভ্রম অস্পষ্ট
বুভুক্ষ মন অচেতনদের খাতায় নাম ঠোঁকে


প্রতিউত্তরে নিস্তেজ তরঙ্গের প্রতিটি কণা
ইতিহাসঃ ইতিবৃত্ত ছুড়েও নেই মোহনায়


জল একাই নদী
জল একাই দুঃখ