আমাদের পরবর্তী সংখ্যায় লেখা পাঠাতে চাইলে আমাদের ফেসবুক পেজ এ ইনবক্স করুন অথবা ইমেইল করুন Ghuri2014@hotmail.com এই ঠিকানায়।

মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০১৪

ধর্ষণ ও কিছু কথা - রফিকুল ইসলাম (২য় সংখ্যা)

 
নয়ন ভরা জলসিনেমাটি দেখেছেন? এটি হিন্দি মুভি হামারা দিল আপকি পাস হায়এর নকলদুইটি ছবিই আমার দেখার সৌভাগ্য হয়েছেহিন্দি ছবিটিতে নায়িকা ধর্ষিত হলেও বাংলা ছবিটিতে নায়িকা ধর্ষিত হয় নাকিন্তু কেন? তার আগে আরো কিছু ব্যাপার দেখা যাকবাংলা কোন ছবিতেই কোন মেয়ে ধর্ষিত হয় নাএমনকি পার্শ্বচরিত্রের কেউ সাধারণত ধর্ষিত হয় নাতারা জান দিবে তবু ইজ্জত নষ্ট হতে দিবে না, এই টাইপের ভাষন দিয়ে পেটে ছুরি ঢুকিয়ে মারা যায় বা ছাঁদ থেকে লাফ দেয়আবার যদি কোন পার্শ্বচরিত্রের মেয়ে ধর্ষিত হয়, সে আত্মহত্যা করে এবং এই ধরণের একটা মেসেজ লিখে দিয়ে যায় যে, তার ইজ্জত নষ্ট হয়ে গেছে, কাউকে সে আর এ মুখ দেখাতে পারবে না, তার এই পৃথিবীতে বেঁচে থাকার কোন অধিকার নেই
আমরা জানি বাংলা সিনেমার নায়ক কখনো খারাপ হয় না
সে যদি ডাকাতি করে তবে সে সেই লুন্ঠিত সম্পদ গরীবের মাঝে বিলিয়ে দেয় তাই সে হিরোসে গুন্ডাদের খুন করে তাই সে অপরাধী নাসে কোন মেয়ের দিকে খারাপ দৃষ্টি দেয় না, নায়িকার সাথে যা করে তা আসলে খারাপ কিছু না(পরিচালকদের মতে)তার মানে নায়ক কখনো অন্যায় কিছু করতে পারে নাসেই একি থিওরি অনুযায়ী নায়িকাও কখনো খারাপ কিছু করতে পারে নাতাই সে ধর্ষিত হয় নাতার মানে এইসব সিনেমা থেকে এমন একটা মেসেজ পাওয়া যায় যে, যে মেয়েটা ধর্ষিত হল সে অপরাধ করল, সে অপরাধী, সে কলঙ্কিনী, চরিত্রহীনাতার মান-সম্মান, ইজ্জত নষ্ট হয়ে গেছেতাই এই পৃথিবীতে বেঁচে থাকার কোন অধিকার তার নেই, তাকে আত্মাহুতি দিতে হবেকি মজার কথা, যে কুকর্ম করল তার চরিত্র নষ্ট হয় না, চরিত্র নষ্ট হয় নিরপরাধ মেয়ের
এবার মূল কথায় আসি
ধর্ষণ একটা অপরাধ, যে ধর্ষক সে অপরাধী কিন্তু ধর্ষিতা অপরাধী নয়ধর্ষণের ফলে একটি মেয়ে কখনোই চরিত্রহীন, কলঙ্কিনী কিংবা নষ্ট হতে পারে নাধর্ষণকে দেখতে হবে আর সব অপরাধের মতখুনী অপরাধী কিন্তু যে খুন হয়েছে সে নয়, যে হামলা করে সে অপরাধী কিন্তু যে হামলার শিকার সে অপরাধী নয়ঠিক তেমনি ধর্ষক অপরাধী, ধর্ষিতা নয়আমরা যে খুন হয়েছে তার পরিবারের সদস্যদের সহমর্মিতা জানাই, হামলার শিকার ব্যক্তির পাশে দাঁড়াই, তার প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেইতেমনি হাত বাড়িয়ে দিতে হবে ধর্ষিতার সাহায্যের জন্যে, তার পাশে দাঁড়াতে হবে ধর্ষকের শাস্তির জন্যআমাদের অনুধাবন করতে হবে মেয়েটি শারীরিক এবং মানসিক হামলার শিকার হয়েছে, তার সাহায্য প্রয়োজনতার মানসিক শক্তি বৃদ্ধি করা প্রয়োজন যাতে এই অবস্থা থেকে বেরিয়ে আসতে পারেসে পচে যায় নি, তার শরীর থেকে দুর্গন্ধ বের হয় নাতবে কেন আমরা তার দিক থেকে মুখ ফিরিয়ে নেব? কেন তার দিকে নাক কুচকে তাকাব? ছেলেরা কেন তার দিকে লালসার দৃষ্টিতে তাকাবে, সে কি পতিতার মত সস্তা হয়ে গেছে? আমাদের সবার দৃষ্টিভঙ্গি বদলাতে হবে
মেয়ে তোমাকে বলছি, শোন
তুমি আগে যেমন ছিলে এখনো তেমনি আছোধর্ষণের ফলে তোমার চরিত্রে বিন্দুমাত্র দাগ লাগতে পারে নাস্বর্ণ ড্রেণে পড়ে গেলেও তার দাম কমে না আর তুমি তো স্বর্ণ-হীরার চেয়েও মূল্যবানতুমি আগে যেমন পবিত্র ছিলে ঠিক তেমনি পবিত্র আছ এখনোজানি এটা তোমার জন্য ভীষণ অপমানজনককিন্তু তুমি কেন অন্যের অপরাধের জন্য তোমার সুন্দর জীবন বিসর্জন দিবে? তুমি জীবন দিলে কি সেই ধর্ষকের বিন্দুমাত্র ক্ষতি হবে? নাসে আরেকটা মেয়ের জীবন নিয়ে খেলার সুযোগের অপেক্ষায় থাকবেতাই এখন সময় এসেছে রুখে দাঁড়ানোর
পরিশেষে, সময় এসেছে, আমাদের সিনেমার মেসেজ বদলে ফেলার, আমাদের সমাজের দৃষ্টিভঙ্গি বদলে ফেলার, আমাদের মেয়েদের মনোভাব বদলে ফেলার
সময় এসেছে ছেলেদের মানুষ হয়ে উঠার