আমাদের পরবর্তী সংখ্যায় লেখা পাঠাতে চাইলে আমাদের ফেসবুক পেজ এ ইনবক্স করুন অথবা ইমেইল করুন Ghuri2014@hotmail.com এই ঠিকানায়।

মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০১৪

আমি ফিরবই - শহিদুল ইসলাম শহীদ (২য় সংখ্যা)


আমি ফিরব তোমাদের পৃথিবী নামক গ্রহে পূর্ণিমার চাঁদ হয়ে নয়,
ফিরব অমাবস্যার তিমির রজনী হয়ে

অন্ধকারের অতল গহব্বরে ঢেকে দিব সব জঞ্জাল, শোষণ, পীড়ন যত

আমি ফিরবই তোমাদের ঘুনে ধরা পৃথিবীতে তিমির রজনী হয়ে


আমি ফিরব, ফিরে আসবই এবার প্রেমিক হয়ে নয়,
প্রতারক হয়ে ফিরব তোমাদের ভালবাসার ছোট্র ঘরে

প্রতারণা করব মাকে ভুলে যাওয়া কোন নরপশুর সাথে, পিতাকে বৃদ্ধাশ্রমে পাঠানো কোন কীটপতঙ্গের সাথে কিংবা প্রেমিক-প্রেমিকার হৃদয় ক্ষত-বিক্ষত করা কোন হায়েনার সাথে

তোমরা দেখবে প্রতারকদের প্রতারণা করতে, আমি কিভাবে ফিরে আসি প্রতারক হয়ে


আমি ফিরব অভাব-অনটনে, ক্ষুধা-কান্নায় কিংবা কাপড়হীন কোন মানুষের শীতের কাপড় হয়ে নয়,
আমি ফিরব বিলাসিতায়, হাসি-তামাশায় অথবা শীতের দিনেও অর্ধনগ্ন হয়ে

তোমাদের দেখিয়ে দিব আমি কত নিকৃষ্টরুপে বাঁচি,
আমি ফিরব তোমাদের এই নিকৃষ্টতা দেখানোর জন্যই


উপরের এই কয়েকটা বাক্য লেখার জন্যই আমার রক্তে হটাৎ করে আগুন ফিরে এসেছে,
আমার ঘুমন্ত চোখ জেগে উঠেছে, আমার চোখ জ্বলছে, আমি ঘুমোতে পারিনি

তোমরা আমার ঘুম ভেংগেছ, আমি ফিরবই আগুন ধরা চোখে

সাবধান! পৃথিবীর যত অকল্যাণ


আমি ফিরবই তোমাদের জালিয়ে দিতে, পুড়ে ছার-খার করে দিব সব অকল্যাণ

আমি ফিরবই আগুন ভরা চোখে, দাবানল হয়ে, সত্যের ঝাণ্ডা হাতে মুছে দিতে সব মিথ্যের প্রহসন

আমি ফিরবই