বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০১৫
জ্ঞানের দীপ - তথ্য সংরহেঃ মোঃ সাব্বির রহমান শুভ (৩য় সংখ্যা)
& উড্ডুক
পাখি ডানা পাখা নেই তবুও আকাশে উড়ে।
& থাইল্যান্ডের সাবেক রাজা পঙ্গৎ নয় হাজার বিয়ে করে বিশ্বরেকর্ড করেন।
& অ্যামেরিকার জঙ্গলের ম্যানচোরা সাপ তিন বছরে মাত্র একবার
খাদ্য খায়।
&
বাংলাদেশের যশোহরের কালিগঞ্জ থানায়
পৃথিবীর সবচেয়ে বড় বটগাছটি রয়েছে।
& স্টার স্কুইড ও ড্রাগন মাছের শরীরে বিদ্যুৎ আছে।
& ক্যানারী দ্বীপ পুঞ্জের মানুষ শিষ দিয়ে কথাবার্তা চালায়।
& ফ্রান্সের প্যারিসে রাবারের রাস্তা আছে।
&
সাবেক মার্কিন প্রেসিডেন্ট জন,এফ
কেনেডি ১ মিনিটে ৩২৭ টি শব্দ বলতে পারেন।
&
মহাকাশে বিজ্ঞানীরা যে বাড়িটি নির্মাণ
করেছেন তার ওজন ৫০০০ টন।
&
অস্ট্রেলিয়ায় লেকউডঃ নামের মোবাইল শহর
আছে, এই শহরটিকে প্রয়োজনে এক এলাকা থেকে অন্য এলাকায় নেয়া যায়।
&
আটলান্টিক মহাসাগরে অবস্থিত নির্ঝুম
দ্বীপের লোকেরা শুধু বৃষ্টির পানি খেয়ে বেচে থাকে।
& ইটালি
নাগরিক ফাদার মারিও ভেনরিজ বাংলাদেশের মুক্তিযুদ্ধে মারা যান।
“ইউ.এফ.ও” আধুনিক বিশ্বের এক অজানা বিস্ময় - মোঃ মীযানূর রহমান নিয়ন (৩য় সংখ্যা)
ইউ.এফ.ও শব্দটা আজকাল আমাদের কাছে আর অপরিচিত না। একবিংশ শতাব্দীর এই ডিজিটাল যুগে
ছেলেবুড়ো প্রায় সবাই ই টেলিভিশনের পর্দায় বহুবার দেখেছে এই আজব বস্তুটিকে। ভিনগ্রহ-বাসীরা এই ইউ.এফ.ও চড়ে আসে আমাদের পৃথিবীতে। নানা রকম অদ্ভুতুড়ে কান্ড ঘটায়। সিনেমার কাহিনী এগিয়ে চলে। বিভিন্ন ট্র্যাজিডি ঘটিয়ে সিনেমা
শেষ হলেও ইউ.এফ.ও নিয়ে আলোচনার শেষ হয়না। যাইহোক আসুন আমরা ইউ.এফ.ও সম্বন্ধে গুরুত্বপূর্ণ কিছু তথ্য জেনে নিই।
.
|
প্রাচীন মিশরের অনেক লিপিতেই এই উড়ন্ত চাকতির উল্লেখ আছে। তাদের মধ্যে একটি বেশ উল্লেখযোগ্য , সেটি হচ্ছে মিশরের অষ্টাদশ রাজবংশের তৃতীয় ফারাও টুথমোজ এর একটি লিপি। ফারাও শীতের তৃতীয় মাস, এবং দিবসের ষষ্ঠ ঘণ্টায় আকাশে কিছু অদ্ভুত দর্শনের উড়ন্ত অগ্নি গোলক দেখতে পান বলে তা লিপিবদ্ধ করে রাখার নির্দেশ দেন। এটি খ্রিস্টের জন্মের ও প্রায় ১৫০০ বছর পূর্বের ইতিহাস। এর পরেও বহুবার ইউ.এফ.ও এর দর্শনের কথা শোনা যায়। তবে বর্তমান পৃথিবীর ইতিহাস অনুসারে স্বীকৃতিপ্রাপ্ত ইউ.এফ.ও দর্শন এর তারিখ ১৫৬১ সালের ১৪ ই এপ্রিল। যা দেখা যায় জার্মানির নোরেমবার্গ এ।
সুপ্রাচীন অতীত ইতিহাসের পাতা উল্টিয়ে আমরা গেল ৩০-৪০ বছরের ইতিহাসের দিকে একটু চোখ বুলাই চলুন।
হোয়াইটভিল, ভার্জিনিয়া এর ঘটনা: ১৯৮৭ সাল। হোয়াইটভিল, ভার্জিনিয়া এর একটি ছোট ,শান্ত , ছিমছাম শহর। WYVE নামের একটি রেডিও স্টেশনে কাজ করেন ড্যানি গরডন নামের এক যুবক। প্রতি রাতের মতো রেডিও বার্তা চেক করতে যেয়ে তিনি বেশ কিছু অস্বাভাবিক রিপোর্ট পান। এই রিপোর্ট কারীদের মধ্যে তিন জন ছিলেন আবার শেরিফ। তারা সবাই হোয়াইটভিল এর আকাশে একগুচ্ছ অদ্ভুত আলো দেখতে পান বলে দাবী করেন। ড্যানি প্রথমে এটি হেসে উড়িয়ে দিলেও মুহূর্তের মধ্যেই হোয়াইটভিল থেকে আরও অনেক তাদের তাৎক্ষনিক প্রতিক্রিয়া ব্যাক্ত করেন যে এটি তাদের চোখে পড়েছে।
ড্যানি এটিকে ভার্জিনিয়া এয়ার বেস এর কোন এক্সপেরিমেন্ট ভাবলেও তাদের সাথে যোগাযোগ করা হলে তারা জানিয়ে দেন , সে রাতে এমন কিছু পরীক্ষা করা হয়নি।
ব্যাপারটা ধীরে ধীরে সবার মনেই একটা খটকা তৈরি করে। এর প্রায় দু সপ্তাহ পর, ড্যানি এবং তার বন্ধু রজার হল দুজনেই খুব কাছে থেকে ইউ.এফ.ও দেখতে পান বলে জানান।
.
|
ঠিক ততো দ্রুতই আমাদের থেকে দূরে চলে গেলো, এবং একটা সময় মিলিয়ে গেলো। ”
এ ঘটনার তিন মাসের মধ্যেই প্রায় শতাধিক লোক ইউ.এফ.ও গুলোকে বার বার দেখতে পান। কয়েকটি ছবি ও তোলা হয় যার মধ্যে এগুলো উল্লেখযোগ্য হোয়াইটভিল এর এই অদ্ভুত ঘটনার কোন ব্যাখ্যাই পায়নি হোয়াইটভিলবাসী।
ফিনিক্স রহস্যঃ মার্চ ১৩, ১৯৯৭ এর রাত। অ্যারিজোনা এর অধিবাসী Michael Krzyston এর অপটু লেন্স এ ধরা পড়লো “v” আকৃতির এক অদ্ভুত আলোক গুচ্ছ। শুধু Krzyston ই নন, অ্যারিজোনার কমপক্ষে হাজার খানেক মানুষ সে রাতে এক ই আলো দেখেছেন এবং এগুলো যে ইউ.এফ.ও, এ সম্পর্কে তারা প্রায় নিঃসন্দেহ ।
.
|
.
|
অবাক হলেও সত্যি ইউ এফ এ পৃথিবীর বিশেষ কিছু অঞ্চলেই বেশি যাতায়ত করে যার মধ্যে সবচেয়ে বেশি আসে ইউএসএ বা মার্কিন যুক্তরাষ্ট্রের নাম। এছাড়া মেক্সিকো,আর্জেন্টিনা, ভেনিজুয়েলা,রাশিয়াপর্তুগাল,নেপাল,চীন, সুইডেন কানাডা,যুক্তরাজ্য এসব দেশেও নাকি দেখা গেছে ইউ.এফ.ও। বিজ্ঞনীদের ধারনা এইসব অঞ্চলে এমন কিছু আছে যার টানে বার বার ওইসব স্থানে আগমন ঘটে ইউ.এফ.ও এর। অনেকে আবার দাবী করছেন ইউ.এফ.ও চড়ে ভিন গ্রহবাসীরা আসে পৃথিবী থেকে পানি,ইউরেনিউম ইত্যাদি নিয়ে যেতে। তবে মানুষ ও যে নিয়ে যায়নি তা কিন্তু নয়। ইউ.এফ.ও পৃথিবী থেকে বিভিন্ন সময় মানুষকেও ধরে নিয়ে গেছে বলেও বিজ্ঞানীরা ধারনা করে থাকেন। এ সম্পর্কে যথেষ্ট প্রমাণ ও আছে তাদের কাছে।
কি হল কোথায়
হারালেন ?
অপেক্ষা করতে থাকেন হয়ত কোন একদিন আপনার সামনেও এসে হাজির হবে ইউএফও। তখন নাহয় সুযোগ বুঝে দেখা সাক্ষাতটা করে ফেলবেন ভিন গ্রহবাসী এলিয়েনদের সাথে। যদি কোন সুন্দরী এলিয়েনকে মনে ধরে প্রপোজটাও করে ফেলতে পারেন। বলা তো যায়না যদি তার ও আপনাকে মনে ধরে যায় তখন ?
অপেক্ষা করতে থাকেন হয়ত কোন একদিন আপনার সামনেও এসে হাজির হবে ইউএফও। তখন নাহয় সুযোগ বুঝে দেখা সাক্ষাতটা করে ফেলবেন ভিন গ্রহবাসী এলিয়েনদের সাথে। যদি কোন সুন্দরী এলিয়েনকে মনে ধরে প্রপোজটাও করে ফেলতে পারেন। বলা তো যায়না যদি তার ও আপনাকে মনে ধরে যায় তখন ?
সুত্রঃ ইন্টারনেট ও উড়ন্ত সসার-রাকিব হাসান।
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)